![]() |
www.piarulsaha.com |
competitive exam question bengali mcq part- 27
সোডিয়াম থেকে ক্লোরিনের দিকে পারমানবিক আকার কি হয় ?
একই থাকে
কমে যায়
বৃদ্ধি পায়
প্রথমে বাড়ে পরে কমে
2
কোন মহাসাগর আয়তনে ও গভীরতায় বৃহত্তম?
ভারত মহাসাগর
আটলান্টিক মহাসাগর
প্রশান্ত মহাসাগর
কোনটাই নয়
3
ক্লোরাইড আয়নের ( Cl-) ইলেকট্রন সজ্জা টি নিম্নের কোন নিষ্ক্রিয় গ্যাসের মতন ?
He
Ne
Kr
Ar
4
চোখের লেন্সে পাওয়া যায় :
ক্রিস্টালিন
অ্যালবুমিন
লিউকোসিন
কেরোটিন
1
ভারতের সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড SEBI কত সালে স্থাপিত হয় ?
1992
দেহের অঙ্গগুলি মিলে গঠন করে -
কোশ
তন্ত্র
লিগামেন্ট
কলা
2
পৃথিবীর কোন দেশে প্রথম দাবা খেলা চালু হয়?
নরওয়েতে
ভারতে
রাশিয়ায়
কোনোটিই নয়
2
ডিরোজিওর ছাত্রগণ কি নামে পরিচিত-
নব্যবঙ্গ দল
ব্রাহ্মসভা
মাসিক পত্রিকা
আত্মীয় সভা
1
মরুভূমির উদ্ভিদের ত্বকে নিম্নের কোনটির মোটা আস্তরণ বর্তমান ?
লিগনিন
কিউটিন
পেকটিন
সেলুলোজ
2
ফিল্মফেয়ার আওয়ার্ড প্রথম কোন সালে দেওয়া হয় ?
1954
কোন রাজ্যকে দেশের শক্তিঘর বলা হয় ?
উত্তর প্রদেশ
পশ্চিমবঙ্গ
মহারাষ্ট্র
মধ্যপ্রদেশ
3
_____ হল একটি জটিল স্থায়ী কলা ?
স্কেলেরেনকাইমা
জাইলেম
প্যারেনকাইমা
কোলেনকাইমা
2
ভেগাস স্নায়ু নিম্নলিখিত কোন ধরনের?
মিশ্র স্নায়ু
সংজ্ঞাবহ
চেষ্টীয়
কোনোটিই নয়
1
ব্যাঙের করোটি স্নায়ুর সংখ্যা হল:
12 জোড়া
31 জোড়া
13 জোড়া
10 জোড়া
4
ভারতের কোন রাজ্যে দিলওয়ারা মন্দির অবস্থিত?
ওড়িশায়
রাজস্থানে
মহারাষ্ট্রে
গুজরাটে
2
আলেপ্পি পর্যটন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
কর্ণাটক
কেরালা
তামিলনাড়ু
মধ্যপ্রদেশ
2
সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত ?
কলকাতা
এলাহাবাদ
হায়দ্রাবাদ
নতুন দিল্লী
3
ফাইটার এয়ারক্রাফট চালানো প্রথম ভারতীয় মহিলা কে ?
অভনী চৌধুরী
অভনী চতুর্বেদী
অভনী চ্যাটার্জি
অভনী চাউটালা
2
পর্যায় সারনীর তৃতীয় পর্যায়ে অবস্থিত মৌলগুলির কোন কক্ষপথ বর্তমান ?
K,L
K,L,M,N
K,L,M
শুধু K
3
নিম্নের কে নীতি আয়োগের এক্স-অফিসিয়ো চেয়ারম্যান ?
স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি
উপ-রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
4
কারগিল শহর কোথায় অবস্থিত?
পাঞ্জাব
লাদাখ
রাজস্থান
জম্মু-কাশ্মীর
2
মুক্ত অবস্থায় পৃথিবীতে পাওয়া যায়:
তামা
সোডিয়াম
সোনা
রূপো
4
_______ অক্সাইড অম্ল ও ক্ষার উভয়ের সাথেই ক্রিয়া করে ?
ক্ষারীয়
প্রশম
আম্লিক
উভধর্মী
4
বুদ্ধের বাণী কোন ভাষায় লিখিত হয়েছিল?
পালি
সংস্কৃত
প্রাকৃত
মাগধি
1
কাকে ইটালির ডেট্রয়েট বলা হয়?
মিলান
রোম
পিসা
তুরিন
4
ভারতের সবথেকে শিক্ষিত রাজ্য কোনটি?
কেরালা
কর্ণাটক
হরিয়ানা
মহারাষ্ট্র
1
ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব্য?
অ্যালকোহলে
অদ্রাব্যে
তেলে
জলে
4
মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল?
1921
1920
1922
1950
1
সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ঢাকা
ইসলামাবাদ
মালদ্বীপ
কাঠমান্ডু
4
কোন শ্রেণীর প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম হল ফুসফুস ?
পক্ষী
সরীসৃপ
উভচর
মস
3
সীতার বনবাস-কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত
অরবিন্দ ঘোষ
রবীন্দ্রনাথ ঠাকুর
1
বিশুদ্ধ জলের pH -এর মান কত?
3.5
8
7
6
ans- 3
ভারতের দশ টাকার নোটে কে সই করেন?
রিজার্ভ ব্যাংকের গভর্নর
কেন্দ্রীয় অর্থমন্ত্রী
অর্থসচিব
রাষ্ট্রপতি
1
ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন?
প্রতিরক্ষামন্ত্রী
তথ্য সম্প্রচার মন্ত্রী
অর্থমন্ত্রী
বিদেশ মন্ত্রী
2
বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
দ্বারকানাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ভিভিয়ান ডিরোজিও
চন্দ্রশেখর দেব
2
একটি অসদ ও সোজা প্রতিবিম্বের জন্য দর্পনের বিবর্ধন হবে ?
শূন্য
অসীম
ঋণাত্মক
ধনাত্মক
4
ভারত _____ টি ভূ-প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত ?
6
7
8
9
ans-6
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এর জাতীয়করণ কবে হয়েছিল ?
1955
হিমোগ্লোবিনে কোন ধাতুর অস্তিত্ব বর্তমান?
ম্যাগনেসিয়াম
দস্তা
লোহা
তামা
3
ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেন?
ভাস্কো দা গামা
ক্রিস্টোফার কলম্বাস
ক্যাপ্টেন কুক
লর্ড ক্লাইভ
1
ডেনমার্কের সংসদভবনের নাম কী?
ডুমা
নিসেট
ফকেটিং
মজলিস
3
গামারশ্মি কি কাজে ব্যবহার করা হয়?
খাদ্যের জীবাণু মুক্তকরনে
ক্যান্সারের চিকিৎসায়
কীটপতঙ্গ নিয়ন্ত্রণে
তিনটিতেই
4
শব্দের প্রাবল্যের একক হল?
জুল/সেমি
ডেসিবেল
ক্যান্ডেলা
নিউটন
2
দর্পণে যখন দেখা যায় ঘড়িতে তিনটে বেজেছে তখন আসল সময় :
4 টা
9 টা
11 টা
12 টা15 মিনিট
2
বায়ুমণ্ডল না থাকলে মেঘ মুক্ত আকাশ কে কেমন দেখাতো?
কালো
নীল
লাল
বেগুনি
1
ফিউজ তারের পদার্থটির বিশেষত্বতা থাকে?
নিম্ন গলনাঙ্ক
উচ্চ স্থিতিস্থাপকতা
উচ্চ গলনাঙ্ক
উচ্চরোধ
1
জলে দ্রবীভূত করলে নিম্নের কোন এসিড টি কম H(+) আয়ন প্রদান করে ?
সালফিউরিক এসিড
অ্যাসেটিক এসিড
হাইড্রোক্লোরিক এসিড
নাইট্রিক এসিড
2
সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে:
পরিবহন পদ্ধতিতে
বিকিরণ পদ্ধতিতে
পরিচলন পদ্ধতিতে
কোনোটিই নয়
2
যাযাবর কার ছদ্মনাম?
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্যারিচাঁদ মিএ
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
মণিশঙ্কর মুখোপাধ্যায়
3
ভারতে কবে প্রথম শিল্পনীতি ঘোষিত হয় ?
১৯৫৬ সালে
১৯৪৯ সালে
১৯৪৮ সালে
১৯৭৮ সালে
3
ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমান সর্বাধিক?
উড়িষ্যা
ছত্তিসগড়
বিহার
ঝাড়খন্ড
4
শব্দ তরঙ্গ হলো:
একপ্রকার স্থিতিস্থাপক তরঙ্গ
তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
মাধ্যাকর্ষণ তরঙ্গ
কোনোটিই নয়
1
কোন ভারী ধাতু পেপটিক আলসার রোগের সৃষ্টির জন্য দায়ী ?
পারদ
জিঙ্ক
ক্রোমিয়াম
দস্তা
3
জোংথা কোথাকার কথ্য ভাষা?
নেপাল
মায়ানমার
সিকিম
ভুটান
4
গৌতম সিদ্ধার্থের জন্মস্থান কোথায় ছিল?
লুম্বিনী
সরনাথ
কুশীনগর
পাওয়াপুরী
1
আত্মঘাতী থলি কাকে বলে?
রাইবোজোম
প্লাস্টিড
লাইসোজোম
গলগী বডি
3
নাথপা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরপ্রদেশ
অন্ধ্রপ্রদেশ
হিমাচলপ্রদেশ
মধ্যপ্রদেশ
3
নেফ্রন যুক্ত থাকে ___?
বৃক্কের সাথে
লিভারের সাথে
ফুসফুসের সাথে
মস্তিষ্কের সাথে
1
সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে?
লাল
কালো
বাদামি
নীল
2
লেন্সের ক্ষমতার একককে কী বলে?
আলোকবর্ষ
ওয়াট
ডায়াপটার
মিটার
3
www.piarulsaha.com
END