![]() |
www.piarulsaha.com |
Hello Friends,
আজ Competitive Exam Important GK MCQ in Bengali Part-22-এর আয়োজিত পর্বে থাকছে খুবই গুরুত্বপূর্ণ মোট 50 টি জিকে প্রশ্ন, যেগুলি যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। আমাদের এই মক টেস্ট পর্ব গুলিতে অংশ নিয়ে চাকরির পরীক্ষা গুলির জন্য প্রস্তুত হয়ে উঠুন।
1. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন -
কনিষ্ক
অশোক
চন্দ্রগুপ্ত মৌর্য
প্রথম চন্দ্রগুপ্ত
ans-3
2. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?
বাঁকুড়া
পুরুলিয়া
বীরভূম
পশ্চিম মেদিনীপুর
ands-2
3. ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম -
হাওড়া
মোগলসরাই
মুম্বাই ভিটি
গোরখপুর
ans- 4
4. নদী পর্ষদ কবে গঠিত হয় ?
1950
1960
1956
1961
ans- 3
5. ভারতের শ্বেত বিপ্লবের জনক কে ?
ডঃ ভার্গিস ক্যুরিয়েন
ডঃ স্বামীনাথন
ডঃ মনি রতন সিং
ডঃ বিকাশ রাস্তোগি
ans- 1
6. কত সালে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল ?
1905
1908
1910
1909
ans- 2
7. কোন রোগকে White Plague বলা হয় ?
প্লেগ
ম্যালেরিয়া
টাইফয়েড
টিউবারকুলোসিস
ans- 4
8. SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি ?
ভোল্ট
কুলম্ব
ওয়াট
অ্যাম্পিয়ার
ans- 2
9. নিম্নলিখিত কোনটি বাগচা ফসল নয় ?
চা
কফি
রবার
পাট
ans- 4
10. সংবিধানের হৃদয় ও আত্মা কোন অংশকে বলা হয় ?
32 নং ধারা
35 নং ধারা
40 নং ধারা
42 নং ধারা
ans- 1
11. কোন খেলায় লেডি রতন টাটা ট্রফি দেওয়া হয় ?
হকি
ক্রিকেট
বাস্কেটবল
ফুটবল
ans- 1
12. এলাহাবাদ প্রশস্তি তে কোন সম্রাট এর বর্ণনা করা হয়েছে ?
অশোক
হর্ষবর্ধন
সুমুদ্রগুপ্ত
কলিঙ্গ
ans- 3
13. জিভের সামনের দিকে কোন স্বাদ গ্রহণের স্বাদ কোরক থাকে ?
টক
তেতো
ঝাল
মিষ্টি
ans- 4
14. গণ্ডোয়ানা পর্বত কোন রাজ্যে অবস্থিত ?
গুয়াহাটি
চণ্ডীগড়
ভোপাল
নতুন দিল্লী
ans- 1
15. ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
সংস্কৃত
পালি
বাংলা
তেলেগু
ans-2
16. গুপ্তযুগের শেষ ক্ষমতাশীল রাজা কে ছিলেন ?
কুমারগুপ্ত
বিক্রমাদিত্য
স্কন্দগুপ্ত
চন্দ্রগুপ্ত
ans-3
17. আলোকের প্রতিসরণের কয়টি সূত্র ?
একটি
দুটি
তিনটি
চারটি
ans-2
18. অপালা,লোপামুদ্রা,গার্গী এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন ?
বৈদিক যুগ
মৌর্য যুগ
কুষান যুগ
গুপ্ত যুগ
ans- 1
19. হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে ?
মহম্মদ কুতুব শাহ
ইব্রাহিম কুতুব শাহ
জামসিদ কুতুব শাহ
মহম্মদ কুলি কুতুব শাহ
ans- 4
20. থাইমাস গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরিত হয় ?
থাইবোনিন
থাইরক্সিন
থাইমোসিন
ক্যালসিটোনিন
21. "The Golden Gate" বইটি কর লেখা?
ভি এস নাইপল
ম্যাক্সিম গোর্কি
চার্লস ডিকেন্স
বিক্রম
ans- 4
22. কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?
হেনরি ডিরোজিও
কেশব চন্দ্র সেন
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ans- 3
23. বক্সা জাতীয় উদ্যানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ
পশ্চিমবঙ্গ
নাগাল্যান্ড
হরিয়ানা
ans- 2
24. ব্যাংকক কোন নদীর তীরে ?
মেকাও
শালউইন
চাওপ্রয়া
চিনদউইন
ans- 3
25. নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কোথা থেকে ?
স্টকহোম
ওসলো
ব্রাসেলস
জেনেভা
ans- 2
26. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
ধর্মপাল
দেবপাল
বল্লাল সেন
ধ্রুব
ans- 1
27. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান টি কোন রাজ্য ছিল ?
পশ্চিমবঙ্গ
ত্রিপুরা
কর্ণাটক
অসম
ans- 4
28. ONGC এর সদর দপ্তর কোথায় ?
মুম্বাই
ডিগবয়
দিল্লী
দেরাদুন
ans- 4
29. কোন মুঘল রাজা তামাক ব্যবহার বন্ধ করেন ?
মোহাম্মদ শাহ
জাহাঙ্গীর
ঔরঙ্গজেব
আকবর
ans- 2
30. কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য?
বিহার
অন্ধ্রপ্রদেশ
কেরল
তামিলনাড়ু
ans- 3
31. গান্ধীজী হিন্দ স্বরাজ লিখে :
ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌ জাহাজে
ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকায় নৌ জাহাজে
চম্পারন সত্যাগ্রহের সময়
সবরমতী আশ্রমে
ans- 2
32. ইয়াকশাগানা কোথাকার লোকনৃত্য?
মধ্যপ্রদেশ
কর্ণাটক
কেরল
হিমাচল প্রদেশ
ans- 2
33. সূর্য প্রধানত যে উপদানগুলি দ্বারা সৃষ্ট _______ ?
হাইড্রোজেন ও হিলিয়াম
হাইড্রোজেন ও জেনন
হাইড্রোজেন ও কার্বন-ডাই-অক্সাইড
হাইড্রোজেন ও নিয়ন
ans- 1
34. কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় ?
১৮৮৯
১৮৭৮
১৮৭৫
১৮৭৬
ans- 2
35. নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না ?
টাইফয়েড
ডিপথেরিয়া
কলেরা
ইনফ্লুয়েঞ্জা
ans- 4
36. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী?
বট
আম
পেয়ারা
ছাতিম
ans- 4
37. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
সান্দাকফু
আনাইমুদি
মাউন্ট ইসো
নন্দাদেবী
ans- 1
38. প্রথম ভারতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ ?
রোহিনী
আর্যভট্ট
ইনমেট-1B
ভাস্কর-1
ans- 2
39. এয়ারক্রাফট এবং রকেট তৈরিতে ব্যবহৃত হয় _________ ?
সীসা
তামা
অ্যালুমিনিয়াম
নিকেল
ans- 3
40. কার্নিভাল কোথাকার আঞ্চলিক উৎসব?
দিল্লি
গোয়া
কেরল
হিমাচল প্রদেশ
ans- 2
41. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সবরকম অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে?
12 নম্বর
16 নম্বর
17 নম্বর
15 নম্বর
ans- 3
42. ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো-গ্রিক শাসক কে ছিলেন?
ডিমিট্রিয়াস
মিনান্দার
প্রথম আন্টিওকাস
কোনোটিই নয়
ans- 2
43. রামানুজম সংখ্যা বলা হয় নিম্নের কোনটি কে ?
1727
1728
1729
1730
ans- 3
44. নিম্নের মধ্যে কোনটি দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে ?
NH-1
NH-2
NH-3
NH-4
ans- 2
45. লবন সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন ?
অ্যানি বেসন্ত
মুথুলক্ষী
সরোজিনী নাইডু
মৃদুলা সরাভাই
ans- 3
46. 2011 জনগণনা অনুযায়ী ভারতের প্রতি 1000 জন পুরুষে মহিলা সংখ্যা কত ?
880
910
940
970
ans- 3
47পার্লামেন্ট সদস্য পদের জন্য নূন্যতম কত বয়স হওয়া উচিত ?
21 বছর
30 বছর
35 বছর
15 বছর
ans- 2
48. ওয়াটার পোলো টিমে কতজন খেলোয়াড় থাকে ?
6 জন
8 জন
11 জন
7 জন
ans- 4
49. প্রথম মুসলিম ভারত আক্রমণকারীর নাম কি?
বকতিয়ার খিলজি
মহম্মদ বিন তুঘলক
মহম্মদ হজরত
মহম্মদ ঘোরি
ans- 1
50. কোঙ্কণী কোন রাজ্যের ভাষা?
গোয়া
কেরল
মহারাষ্ট্র
কর্ণাটক
ans- 1
www.piarulsaha.com